গাংনীতে সাত দিনে ২৮ জনের ডেঙ্গু শনাক্ত
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় আশংকাজকহারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের সাত দিনে নতুন করে ২৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ জানান, একদিনে নতুন করে দুইজনের ডেঙ্গ শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে দুইজন রোগীকে ছাত্রপত্র দেয়া হয়েছে এবং ভর্তি রয়েছেন ১০ জন রোগী।
চলতি মাসের সাত দিনে ২৮ জন এবং গেল মাসে ১০০ জন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধী কার্যকরী ব্যবস্থা না থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। উপজেলা পর্যায়ের হাসপাতালে আলদা ডেঙ্গু ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সাথেই ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীরা সংক্রণ প্রতিরাধ ব্যবস্থা গ্রহণ না করায় ঝুঁকিতে সাধারণ রোগীরা। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পৌর এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন করা হচ্ছে। তবে বাসা বাড়িসহ ডেঙ্গুর সম্ভাব্য আবাসস্থল ধ্বংস করার বিষয়ে ব্যক্তিগত সচেতনতা প্রয়োজন বলে জানান এই কর্মকর্তা।