ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ প্রশিক্ষণ

গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ প্রশিক্ষণ

মুন্সীগঞ্জে তিনদিনব্যাপী গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ প্রশিক্ষণ চলছে। জেলা মৎস্য অফিসের কনফারেন্স রুমে গত সোমবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে আজ বুধবার শেষ হয় । দি ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে কারিগরি সহায়তা করে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। প্রশিক্ষণে ট্রেইনার হিসাবে অংশ নেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কার্যালয়ের ডা. শহীদ মিয়া, ডা. মোর্শেদ উদ্দিন আহম্মদ, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. ফারুক আহম্মেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এস এস ই আর মো. মনঞ্জরুল মোমেনীন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার আলেয়া আক্তার ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত