গাজীপুরের কালিয়াকৈরে গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী, পোশাক শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার পূর্বানী লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। কিছু দিন ধরে ওই পোশাক কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধি, বিনা নোটিশে চাকরিচ্যুত না করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। কারখানা কর্তৃপক্ষের কোনো সারা শব্দ না পেয়ে শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে। এ সময় ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। বেলার ১২টার দিকে শ্রমিকরা অবরোধ উঠিয়ে নিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আশপাশের কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের কারখানায় তা বাস্তবায়ন হয়নি। নানাভাবে আমাদের ঠকানো হচ্ছে। কথায় কথায় এখানে শ্রমিকদের চাকুরিচ্যুত করা হয়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, কারখানার শ্রমিকরা সকাল ৯টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।