ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্বপ্ন সুপারশপকে জরিমানা

স্বপ্ন সুপারশপকে জরিমানা

ভুয়া আমদানীকারক ও বাজারজাতকারীর সিল ব্যবহার করে পণ্য বিপণনের অপরাধে মেহেরপুরের স্বপ্ন সুপারশপ গাংনী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল বুধবার মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। উপ-পরিচালক সজল আহমেদ জানান, স্বপ্ন সুপারশপের গাংনী শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান নাভা ডিস্ট্রিবিউশন নামের ভুয়া আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এমএন ট্রেডার্সের সিল ব্যবহার করে সাবান, চকলেট, বিস্কুট ও বডি স্প্রে বিপণন করে আসছিলেন। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ও দ্বায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মশিউর রহমান ও জেলা পুলিশের একটি টিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত