ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন স্থানে শুরু হয়েছে। এ বছর উপজেলায় মোট ৯৫টি পূজামণ্ডপের শৃঙ্খলা রক্ষায় ৫৮৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার সাদুল্লাপুর আনসার ও ভিডিপি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বলা হয়- গতকাল বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।

উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে রসলুপরে ১০, নলডাঙ্গা ৮, দামোদরপুর ১১, জামালপুরে ৬, ফরিদপুরে ১০, ধাপেরহাটে ৭, ইদিলপুরে ২, ভাতগ্রামে ৫, বনগ্রাম ১৬, কামারপাড়ায় ১৩ ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নে ৭টি মণ্ডপ রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আনসার ও ভিডিপি সদস্যের পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত