ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

কুমিল্লার তিতাসে বাতাকান্দি বাজারে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না রিং জাল ধ্বংস করেছে প্রশাসন। গত বুধবার বাতাকান্দি বাজারের সাপ্তাহিক হাটে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জাল ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকতনাজমা আক্তার জানান, বাতাকান্দি বাজারের সাপ্তাহিক হাটে অবৈধ ও নিষিদ্ধ জাল বিক্রি হয় এমন অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত জালগুলো বাতাকান্দি বাজারে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। পুড়িয়ে ফেলা প্রায় শতাধিক জালের আনুমানিক মূল্য প্রায় এক্ষাধিক টাকা হবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশিক-উর-রহমান জানান, বর্ষা মৌসুমে বাতাকান্দি বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ জাল বিক্রি হয়ে আসছে এমন অভিযোগ অনেকে করে থাকেন। বিশেষ করে মৎস্য অফিসারের সার্বিক সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত