টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ১২ জন ডিলার এর মাধ্যমে ৩৮ হাজার ৩১ জন টিসিবি কারধারীদের মাঝে পূর্ণ বিতরণের কথা।

টিসিবি কার্ডধারীরাধ অভিযোগ করে জানান, টিসিবি পুণ্য বিক্রির পূর্বের দিন মাইকিং করার নিয়ম থাকলেও তারা মাইকিং করেন না। ট্যাগ অফিসারদেরকে অবহিত করেন না ও নিয়ম রয়েছে পূর্ণ বিতরণের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পণ্য বিক্রির জন্য নির্ধারিত স্থানে থাকতে হবে। কিন্তু টিসিবির ডিলার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পূর্ণ বিতরণ করে।

ভুক্তভোগী আশরাফুল, সালমা, জাহিদুল জানান, অবশিষ্ট পণ্যগুলো ফেরত নিয়ে গিয়ে বিভিন্ন বাজারের মুদির দোকানে বিক্রি করা হয়।

টিসিবির ডিলার শিবরামপুর ইউনিয়নের জুলফিকার আলী, পলাশবাড়ী ইউনিয়নের আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার সোহাগ হোসেন বলেন- সময়মতো টিসিবির কার্ডধারীরা পূর্ণ নিতে আসে না। তাতে আমাদের করার কিছুই নেই।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে বলেন- মৌখিকভাবে অনেক টিসিবি কার্ডধারীরা অভিযোগ করেছেন। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।