ধর্ষণ মামলায় যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মেহেরপুর প্রতিনিধি

মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় গোলাম রসুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তোহিদুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত গোলাম রসুল মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামের দুর্লভ মণ্ডল এর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, গাংনী উপজেলার কামারখালী গ্রামের গোলাম রসুল প্রতিবেশী মানসিক প্রতিবন্ধী নারীর বাড়িতে প্রায় যাওয়া আসা করত। মাঝে মধ্যে গোলাম রসুল তার জমিতে কচু, মরিচ এবং ঘাস তোলার জন্য নিয়ে যেত।

সর্বশেষ ২০১৫ সালের ২ অক্টোবর গোলাম রসুল প্রতিবন্ধী ঐ নারীকে মাঠে নিয়ে যাই। এর প্রায় এক মাস পর ওই প্রতিবন্ধী নারী বমি করতে থাকেন। সন্দেহ হলে ভিকটিমকে বাউট স্বাস্থ্যেেকন্দ্রে নিয়ে পরীক্ষা করানো হয়। জানতে পারেন ওই প্রতিবন্ধী নারী চার মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি প্রতিবন্ধীর মা মেয়ের ইশারা ও আকার ইঙ্গিতের মাধ্যমে সাক্ষীদের সামনে গোলাম রসুলের বাড়ি গিয়ে তাকে দেখিয়ে দেন। বিষয়টি গোলাম রসুলের ভাই জহুরুল ও তার স্ত্রী ডালিয়াকেও জানানো হয়। পরে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গোলাম রসুলের ভাই জহুরুল তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করেন। বিষয়টি মীমাংসা করতে অনিহা প্রকাশ করলে ধর্ষিতা প্রতিবন্ধীর মা মামলা করেন। পরবর্তীতে ডি এন এ পরীক্ষার মাধ্যমে আসামি গোলাম রসুল ভিকটিমের গর্ভজাত পুত্র সন্তানের জৈবিক পিতা হিসেবে প্রমাণিত হয়।