ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বুধবার বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন পূর্বাণী গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। এতে কিছু সময় দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এলাকাবাসী, পোশাক শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের পুর্বাণী ফেব্রিকস লিমিটেড, পুর্বাণী টেক্সটাইল লিমিটেড, পুর্বাণী ইয়ার্ণ ড্রাইং লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় গতকাল বুধবার সকালেও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। গত কিছু দিন ধরে পূবার্ণী গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধি, বিনা নোটিশে চাকরিচ্যুত না করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে।

এর ধারাবাহিকতায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কারখানার মুল ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে সহস্রাধিক শ্রমিক। কারখানা কর্তৃপক্ষের কোনো সারা শব্দ না পেয়ে শ্রমিকরা মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায় বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সেখানে যানজটের সৃষ্টি হয়। এতে এতে কিছু সময় দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্দ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করলে দুপুর ১২টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ওই শ্রমিক অসন্তোষের ঘটনায় আশপাশের লগোজ এ্যাপারেলস লিমিটেড, এটিএস এ্যাপারেলস লিমিটেড, বে-ফুটবওয়্যার লিমিটেড, মিয়াগো বাংলাদেশ লিমিটেডসহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, সকালে মৌচাক তেলিরচালা এলাকায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ হলেও কিছুক্ষণ পরেই তারা শান্ত হয়ে যায়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত