চরুহিতা মোল্লার হাট রোড নতুন বেড়ির মাথার খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ ওঠেছে এক রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে ।
এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে আশপাশের বসতবাড়িসহ ফসলি জমি। স্থানীয়রা বাধা দিলেও তা অগ্রাহ্য করছেন ওই প্রভাবশাী। এতে খালের পাড়ে থাকা আমাদের বাড়ি ঘর যে কোনো মুহূর্তে খালের পানির স্রোতে ভেসে যেতে পারে।
গতকাল শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মোল্লার হাট নতুন বেড়ির মাথায় পানি উন্নয়ন বোর্ড এর রায়পুর শাখার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশ্বে বিনানুমতিতে খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু তোলায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে, খালের পাড়ে থাকা বসত-বাড়ি, ফসলি সম্পক্তি। বালু উত্তোলনে নিষেধ করলে দেয়া হচ্ছে উল্টো হুমকি।
সরেজমিন দেখা গেছে, খালে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। সেই বালু বিক্রিও করা হচ্ছে। গত বছরও বালু উত্তোলন করা হয় এই খাল থেকে। এখন খালপাড়ের ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের শঙ্কায় রয়েছে। যে কোনো সময় ভাঙন ভয়াবহ রূপ ধারণ করবে।
এ ব্যাপারে জানতে চাইলে ড্রেজারের মালিক অভিযুক্ত ব্যক্তি এখন মিটিং আছি পরে কথা বলবো বলে মোবাইলের কল কেটে দেন।