মানিকগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

ময়লার ভাগাড়ে পরিণত হওয়া শহরের মধ্যদিয়ে প্রবাহিত একমাত্র খালটি অবশেষে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক সানজিদা জেসমিন বলেন, ডেঙ্গু বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এখনই সচেতন না হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা যেভাবে মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলা করেছি তেমনি ভাবে দেশটাকে নিজের মনে করে ঐক্যবদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে খালের ময়লা শ্রেণিকরণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে অপসারণের কর্মসূচি অচিরেই হাতে নেয়া হবে।

তিনি মানিকগঞ্জ জেলাকে একটি স্বপ্নের জেলায় পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিডি ক্লিনের মানিকগঞ্জের উপ সমন্বয়কারী শাকিল আহমেদ, সদস্য সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরিবেশভিত্তিক বেসরকারি সংস্থা বিডি ক্লিন কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।