দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নেত্রকোণা প্রতিনিধি
রান্না করার বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন নামে এক মায়ের মৃত্যূ হয়েছে। গতকাল শনিবার জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। হাজেরা খাতুন ওই গ্রামের জজ মিয়া ও সুমন মিয়ার মা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাজেরা খাতুন প্রথম স্বামী মারা যওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। পরে ওই স্বামীও মারা যান। হাজেরা খাতুনের বড় ছেলে জজ মিয়া (৪০) প্রথম স্বামী এবং ছোট ছেলে সুমন মিয়া (২২) দ্বিতীয় স্মামীর ঔরসজাত। তারা একই বাড়িতে পৃথক বসবাস করেন। জজ মিয়ার ঘরে বসবাস করেন হাজেরা খাতুন।
কয়েকদিন আগে ছোট ছেলে সুমন মিয়ার স্ত্রী অন্যত্র বেড়াতে যান। এই দিন থেকে হাজেরা খাতুন সুমন মিয়াকে রান্নাবান্না করে খাওয়াতেন। এই বিষয়টি নিয়েই শনিবার সকালে দুই ভাইয়ের ঝগড়া বাধে। ঝগড়া থামাতে দৌড়ে ছুটে আসেন মা। তিনি দুই হাতে দুই ছেলেকে পরস্পরের দূরে ঠেলে দিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়।
দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।