যমুনায় পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ফসলি জমি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যযুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে যমুনা অভ্যান্তরসহ চরাঞ্চলের বিভিন্ন স্থানে ফসলি জমি তলিয়ে গেছে। ২৪ ঘণ্টায় যমুনা নদীর ১৬ সেন্টিমিটার বেড়ে গতকাল শনিবার বিপৎসীমার ১ দশমিক ২২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনার তীরবর্তী অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং চরাঞ্চলের বিভিন্ন স্থানে ফসলি জমি তলিয়ে গেছে। এরই মধ্যে এসব জমিতে রোপা আমন, কালাই ও বাদাম তলিয়ে গেছে। এ ছাড়াও আগাম শীতকালীন সবজি ও মরিচ খেত তলিয়ে গেছে। অসময়ে যমুনায় পানি বৃদ্ধিতে বন্যার আতঙ্কে যমুনার পাড়ের মানুষ। এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকেয়ার্টার) নাজমুল হোসাইন বলেন, যমুনায় ক্রমাগতভাবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনার অভ্যান্তরসহ চরাঞ্চলের বিভিন্ন ফসল ডুবে গেছে। আরো ২/১ দিন পানি বাড়তে পারে। তবে বন্যার আশংবা নেই বলে তিনি উল্লেখ করেন।