ইলিশের প্রজনন নিশ্চিত করতে হবে

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেদের মেঘনা নদীতে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেন মৎস্য অধিদপ্তর। মা ইলিশ সংরক্ষণ করতে বিভিন্ন পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠান করেন লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তর। গত শনিবার রাতে লক্ষ্মীপুর মজুচৌধুরী হাট মাছ ঘাট মৎস্য আড়তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইলিশ মাছের প্রজনন সুরক্ষার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির করার লক্ষ্যে সভায় মেরিন ফিশারিজ অফিসার আবদুর রহিমের উপস্থাপনায় সভাপতিত্ব করেন চররমনী মোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তর লক্ষ্মীপুরের সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন। বিশেষ অতিথি মজুচৌধুরী হাট নৌ-পুলিশ ফাঁড়ি সাব ইন্সপেক্টর সহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন, জেলে প্রতিনিধি ইদ্রিস আলী, মো. হানিফ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন- সদর মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি সিনিয়র সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আপনারা দয়া করে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন। বরফ কলগুলো বন্ধ থাকবে এবং অবৈধভাবে ইলিশ বিক্রি হওয়া বাজারগুলো মনিটরিং করা হবে।