ইলিশ বিক্রির দায়ে তিনজনকে জরিমানা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
মা ইলিশ সংরক্ষণ অভিযান প্রথম দিন থেকেই জেলা প্রশাসন ও জেলা টাস্কফোর্স কমিটির কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু নদীতেই নয় সড়ক পথে বা বাজারে অসাধু উপায়ে ইলিশ মাছ বিক্রি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। গতকাল রোববার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাজারে অসাধু উপায়ে ইলিশ বিক্রির অপরাধে ৩ মাছ বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজের সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান। ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকারসহ থানা পুলিশের একটি চৌকস দল, ফরিদগঞ্জ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শাহীনুর আক্তার রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।