গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার (২৫) কে নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত শনিবার রাতে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। রোজিনা আক্তারের ভাই মাসুদ রানা বাদী হয়ে ভগ্নিপতি জহুরুল ইসলামকে আসামি করে গতকাল রোববার মিরসরাই থানায় মামলা করেন। পুলিশ রোজিনার স্বামী জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। জহুরুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা এবং রোজিনা আক্তার সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার আবদুল মজিদের মেয়ে। চাকরির সুবাদে তারা মিরসরাইয়ে ভাড়া বাসায় থাকতেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মিরসরাই থানার এসআই শহীদুল্লাহ মামুন বলেন, জহুরুল ইসলাম মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে কাজ করেন। চাকরির সুবাদে স্ত্রী রোজিনা আক্তার এবং সন্তানকে নিয়ে মিরসরাইয়ের ডাকবাংলো এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী জহুরুলের সাথে রোজিনার ঝগড়া হয়। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো দীর্ঘদিন। গত শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোজিনার লাশ উদ্ধার করা হয়। সুরতহালে লাশের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে খুন করে ঝুলিয়ে দেয়া হয়েছিল আত্মহত্যার প্রচারণার জন্য। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফুল হুদা বলেন, হাসপাতালে আনার আগেই রোজিনা আক্তার মারা যান। গলায় এবং ঠোঁটের নিচে কাটা দাগ দেখে আমরা মিরসরাই থানায় খবর দিই। পরবর্তীতে পুলিশ এসে লাশ নিয়ে যায়। মিরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, গৃহবধূ রোজিনা আক্তারকে হত্যার অভিযোগে তার ভাই মাসুদ রানা থানায় মামলা করেছেন। হত্যায় জড়িত স্বামী জহুরুল ইসলামেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।