বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল রোববার সারাদেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল- আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’পালিত হয়ে আসছে।
গাইবান্ধা : গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা, ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলকসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।
বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিভাগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প/অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কার্যালয় থেকেএকটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্ল্যাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী।
কালিয়াকৈর (গাজীপুর) : এ দিবস উদযাপন উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে এ দিবসটি উদযাপন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ আরো অনেকে।
নওগাঁ : জেলা শহরের বিয়াম ল্যাবেরটির স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবীন শীষ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভান্ডারিয়া (পিরোজপুর) : ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালি ও ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন।
সাঁথিয়া (পাবনা) : উপজেলা চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা সোপান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মো. ফজলুল বারী, প্রেসক্লবের সভাপতি মানিক মিয়া রানাসহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।