ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় আবারো বেড়েছে চালের দাম

নওগাঁয় আবারো বেড়েছে চালের দাম

সপ্তাহের ব্যবধানে পাইকারিতে সবধরনের চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে। এতে ৫০ কেজির বস্তায় বেড়েছে ৫০ টাকা থেকে ৭৫ টাকা পর্যন্ত। পাইকারিতে চালের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে খুচরা পর্যায়ে সরু চালের দাম স্থিতিশীল থাকলেও মোটা চালের দাম বেড়েছে কেজিতে এক টাকা। চালের দাম বাড়ায় চালকল বিড়ম্বনায় পড়েছে ভোক্তারা। নওগাঁ পাইকারি মোকাম সূত্রে জানা যায়- কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে ৬৬-৬৯ টাকা কেজি। আগে ছিল ৬৫-৬৮ টাকা। জিরাইশাইল বর্তমানে ৬৫-৬৭ টাকা হলেও আগে ছিল ৬৪-৬৬ টাকা। মোটা জাতের চাল ব্রি-২৮ বিকি বিক্রি হচ্ছে ৫৭-৫৯ টাকায়। আগে ছিল ৫৬-৫৮ টাকা। এ ছাড়া পারিজা ও স্বর্ণা-৫ চাল বর্তমানে ৫৬-৫৮ টাকা কেজি হলেও আগে ছিল ৫৫-৫৭ টাকা।

তবে পৌর খুচরা চাল বাজারে সরু চাল সরু চালের বাজার স্থিতিশীল রয়েছে। কাটারিভোগ ৭০-৭২ টাকা, জিরাশাইল ৬৫-৬৬ টাকা ও সুফলতা ৬০-৬২ টাকা। মোটা চালের দাম বেড়েছে কেজিতে ১ টাকা। ব্রি-২৮, স্বর্ণা-৫ ও পারিজা চাল বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা। বাজারে ৬০ টাকার নিচে কোনো চাল মিলছে না। ভোক্তাদের অভিযোগ- চালকল মালিক ও ব্যবসায়িরা সিন্ডিকেট করে মজুত গড়ে তুলে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। পরে দাম বাড়লে তারাই লাভবান হন। এ সব সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার। খুচরা চাল ব্যবসায়িদের অভিযোগ- ঘুরে ফিরে প্রশাসন খুচরা চাল বাজারে এসে অভিযান পরিচালনা করে। গত রোববার এক খুচরা ব্যবসায়ির মুল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অথচ এই টাকা তার প্রায় ৪-৫ দিনে আয় করতে হবে। খুচরা ব্যবসায়িদের মূলধন প্রায় ৩০-৪০ হাজার টাকা। অথচ চালের পাইকারি আড়তে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। তারা লাখ লাখ টাকার ব্যবসা করছে। তাদের মোকামে ইচ্ছেমতো চালের দাম বাড়ায়। দুর্গাপুর গ্রামের ভ্যানচালক মোবারক আলী বলেন- পরিবারের সদস্য ছয়জন। দিনে দেড় কেজি চাল লাগে। আগে ব্রি-২৮ চাল ৫৬ টাকা কেজি কিনেছিলাম। এখন ৫৮ টাকা কেজি কিনতে হলো। এ ছাড়া সবজির দামও বেশি। দিনে ৫০০-৬০০ টাকা যে আয় হয় তা দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।

নওগাঁ পৌর খুচরা বাজারের চাল ব্যবসায়ি কৃষ্ণ চন্দ্র বলেন- সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ১ টাকা। তবে সরু চালের দাম স্থিতিশীল রয়েছে। বাজারে ক্রেতা শূন্য হওয়ায় বেচাকেনা একেবারে নেই বললেই চলে। দফায় দফায় চালের দাম যেভাবে বাড়ছে এতে ক্রেতারাও বিপাকে পড়েছে।

নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, কয়েকদিন আগে সারাদেশের ন্যায় নওগাঁর ওপর দিয়ে বৈরি আবহাওয়া বয়ে যায়। এতে করে চালকলের চালাতে থাকা ধান শুকানো সম্ভব হয়নি। অনেক ধান চালাতে পড়ে থাকায় নষ্ট হয়েছে। এ ছাড়া বাজারে ধানের দাম ঊর্ধ্বগতি। ধানের দাম বেশি হওয়ায় চাল উৎপাদন করতে খরচও বেশি পড়ছে। এ দুইয়ের প্রভাবে চালের দাম কেজিতে এক টাকা থেকে দেড় টাকা বেড়েছে। তবে আমন ধান কাটা-মাড়াই শুরু হলে দাম কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত