শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাগুরা, প্রতিনিধি
মাগুরায় আদালতে গতকাল সোমবার দুপুরে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। শহরের দরিমাগুরা সরদার পাড়ার বাসিন্দা রেজোয়ান কবির বাদী হয়ে সদর আমলী আদালতে এ মামলা করেন। মামলার বিবরণে জানা যায়, আসামি শমী কায়সার বাংলাদেশের একজন অভিনেত্রী হয়েও বাংলাদেশি জাতীয়তাবাদে অবিশ্বাসী, রাজনৈতিক ব্যক্তির চরিত্র হননকারী, মুক্তিযুদ্ধের বিভেদ সৃষ্টিকারী। বাদী একজন সহজ সরল আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত একজন সরল নাগরিক। আসামি বিভিন্ন তারিখে ও সময়ে বিভিন্ন সভা সমাবেশে উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বক্তব্য দিয়ে আসছেন।
তিনি বিভিন্ন গণমাধ্যমে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে ‘দি ন্যাশনাল জার্নালে’ জিয়াউর রহমান জাতির সঙ্গে বেঈমানি করেছেন। বাংলাদেশের জাতীয় বেঈমান হিসেবে উল্লেখিত বিবৃতি প্রকাশ করেন যা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৭০ হাজার লোক সাবক্রাইব করে।