গতকাল সোমবার ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা ও শিফাত বিনতে আরার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হকের সহযোগিতায় একটি দল ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় তিনজনকে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।
গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে নোয়াখালীর সুধারাম থানার শহীদুল ইসলামের ছেলে ইউসুফকে ১৫ দিনের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা, ফেনী সদর উপজেলার সহদেবপুর এলাকার ফজলুল হকের ছেলে আলমগীরকে ১৫ দিনের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা, চৌদ্দগ্রাম উপজেলার জয়ন্তীনগর গ্রামের আতাউর রহমানের ছেলে সাইফুল ইসলাম স্বপনকে ২১ দিনের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে।