দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরএলাকার মর্দানায় ককটেল বিস্ফোরণে ঘুম ভেঙেছে এলাকাবাসীর। গতকাল সোমবার ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত আইয়ুব বাজার এলাকায় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরপর ককটেল বিস্ফোরণে চাপা আতঙ্ক নিয়ে ঘুম ভেঙেছে তাদের। পুলিশ বলছে- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষ দ্বন্দ্বে জড়ায়। তাদের ছোড়া ককটেলে আহত হয়েছে অন্তত তিনজন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে- পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সমর্থিত আব্দুল হক গ্রুপ ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদ শিমুল সমর্থিত ইসামাইল গ্রুপের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। দুপক্ষের লোকজন মর্দানা-আইয়ুব বাজার এলাকায় অন্তত ১০০-১১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিজার করছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মর্দানার বাসিন্দা মামুনুর রশীদ বলেন, দুইপক্ষের বিরোধ দীর্ঘদিনের। একজনকে কিছু বললেই, গোটা দলবেধে রাস্তায় নেমে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। গতকাল সোমবার ফজরের আগ থেকেই চলে ককটেল বিস্ফোরণ। একটু পরপর ককটেল বিস্ফোরণের শব্দে সবার ঘুম ভেঙেছে। বিকট শব্দে বিস্ফোরিত ককটেলেও আওয়াজে শিশুরাও কাঁদছিল। ইসলাম হোসেন নামে আইয়ুব বাজারের বাসিন্দা বলেন, ভোর থেকে এলাকায় অনেক ককটেল বিস্ফোরণ হয়েছে। সবাই চাপা আতঙ্কের মধ্যেই দিন পার করেছে। জরুরি কাজ ছাড়া কেউই বাড়ি থেকে বের হয়নি। বাড়িতে লাগোয়া দোকানপাটগুলো খোলা ছিল শুধু। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু’পক্ষের লোকজন শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।