আজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে এক কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এ কর্মীসম্মেলন। সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় নেতারা বক্তৃতা করবেন। গত রোববার রাতে স্থানীয় সাংবাদিকদেও সঙ্গে মতবিনিয় করেছে জেলা জামায়াতে ইসলামী। ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমির অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মুহা. মোবারক হোসাইন ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আতিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মোবারক হোসাইন বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অনিবার্য গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। জামায়াতের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েও জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। এ পরিবর্তিত প্রেক্ষাপটে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়তে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ১০ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন। এদিকে দীর্ঘ ১৫ বছর পর নির্বিঘ্নে কর্মী সম্মেলনের প্রস্তুতি ও আমিরে জামায়াতের আগমন উপলক্ষে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকাল জেলার বিভিন্ন উপজেলায় আমিরে জামায়াতকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।