সাটুরিয়ায় সবজির বাজার লাগামহীন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ার বিভিন্ন হাট বাজারে সবজির দাম এখন আকাশছোঁয়া। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫২০ টাকা কেজি।

এ ছাড়াও সব ধরনের সবজির দাম বেড়েছে। বিক্রেতাদের দাবি সম্প্রতি বৃষ্টি ও বন্যার কারণে সবজি খেতের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণে বাজারে দাম বেড়েছে সবজির। গতকাল সোমবার সাটুরিয়ায় সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ১০০-১১০ টাকা, করলা ১০০, ঢ্যাঁড়শ ১০০, মুলা ১০০, পটল ১০০, টমেটো ২৮০, গাজর ২৬০, ফুল কপি ১৬০, পাতা কপি ১২০, ঝিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিএনজি চালক নাজির মিয়া বলেন- ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। সব সবজির দাম বেশি। ছোট একটি লাউ দাম চাচ্ছে ১২০ টাকা। তাই সবজি না কিনে ২০ টাকায় শাপলার আটি কিনলাম।

সবজি বিক্রেতা সিরাজ মিয়া জানায়, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে গেছে বাজারে সবজি কম তাই সবজির দাম বেশি। কয়েক সপ্তাহ পর নতুন সবজি বাজারে এলে দাম কমবে বলে আশাবাদী। সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বেশ কয়েকটি জেলায় বন্যা ও বৃষ্টিপাতের কারণে সবজি উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। উৎপাদন বাড়লে বাজারে সবজির দাম নাগালের মধ্যে চলে আসবে।