মুন্সীগঞ্জে ব্যবসায়ী আব্দুল করিম ঢালী হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ কর্মী সনেট হালদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে তাকে সিপাহীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জানাযায়, মুন্সীগঞ্জ সদরের পূর্বদেওসার এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদি দোকানদারকে হত্যা করার অভিযোগ ওঠে যুবলীগ কর্মী সনেট হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত রোববার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুনু ঢালী একই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে ও স্থানীয় ধলাগাও বাজারের মুদি দোকানদার। ঘটনার পরপরই সনেট হালদার, তার চাচা মোশারফ হালদার আত্মগোপন চলে যায়।
ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছিল।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, ব্যবসায়ী আব্দুল করিম ঢালীর হত্যা মামলার প্রধান আসামি সনেট হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।