ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশব্যাপী বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দেশব্যাপী বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার সারাদেশে জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো- পরিচ্ছন্ন হাত কেন এখনো গুরুত্বপূর্ণ?

গাইবান্ধা : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার যৌথ আয়োজনে এ কর্মসূচিতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজমির হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী।

পাবনা : পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সঠিক প্রক্রিযায় হাত ধোয়ার প্রক্রিয়া দেখানো হয়। এরপর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় মুল প্রবন্ধ উপাস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির, পাবনা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. দুলাল উদ্দিন প্রমুখ।

টাঙ্গাইল : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনাসভায় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইবনে মায়াজ প্রামাণিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) খান মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

ফেনী : ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের যাদের সুযোগ আছে তাদের জন্য সরকারিভাবে হোক বা বেসরকারি চাকরি ব্যবস্থা করা প্রয়োজন। কারণ তাদের কেউ যাতে সমাজের বোঝা না হয়। একজন প্রতিবন্ধীর সাথে কিভাবে আচারণ করতে হয় সেটিও সবাইকে জানতে হবে। তাদের প্রতি মানসিকতার পরিবর্তন সব সেক্টর থেকে আসতে হবে। ফেনীতে বিশ্ব হাত ধোয়া ও সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এএন নাইমুল এহসান। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, ডিপিএইচই এর সদর উপজেলার সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর বিভাগের প্রাক্কলনিক আনিসুর রহমান, কনসালটেন্ট (পিইডিপি-৪) রেজা শাহ্ মো. উদ্যম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত