ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতনিধি

প্রকাশ্যে দিবালোকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গত সোমবার রাতে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩নং ফিলিপনগর ইউনিয়নের আলোচিত ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান। গ্রেপ্তার তরিকুল ইসলাম টুকু দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন আহমেদে ওরফে মহি সর্দারের ছেলে। গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে এলোপাতাড়ি গুলি করে প্রতিপক্ষের টুকুসহ তার বাহিনীর লোকজন। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে সেন্টু চেয়ারম্যান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন।