বালু উত্তোলন বন্ধের দাবি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে মানবন্ধন করেছে নেতাই পাড়ের মানুষজন। গতকাল বুধবার দুপুরে কলসিন্দুর ঘাটপাড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। তাদের দাবি, বন্যায় নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি ভেসে গেছে, এটা মুলত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে হয়েছে। ড্রেজার না থাকলে ঘরবাড়ি ভেঙে যেতো না। তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু বালু ব্যাবসায়ীর কারণে নেতাই নদীর পাড়ের মানুষজন সবসময় হুমকির মুখে থাকে।