সোনাই নদীর রাবার ড্যাম কাজে আসছে না
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় সোনাই নদীর উপর নির্মিত রাবার ড্যামটি বালু উত্তোলন ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে গত কয়েক বছর আগে বিধস্ত হলেও এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে শত শত কৃষক রাবার ড্যামের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। পানির স্রোতে ভেঙে গেছে রাবার ড্যামের অফিস ঘর ও পাহাড়াদার থাকার ঘরটিও। রাবার ড্যামের উপর নির্মিত ব্রিজটি ভেঙে যেতে পাড়ে যে কোনো সময়। ব্রিজের দু পাশের গোড়ার মাটি সরে গেছে। কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মিত রাবার ড্যামটি কাজে আসছে না কৃষকদের। ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নের কৃষকদের সেচের সুবিধার জন্য ২০০২ সালে সোনাই নদীর চৌমুহনী এলাকায় কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয় রাবার ড্যাম। শুকনো মৌসুমে কৃষকরা সোনাই নদীর পানি দিয়ে তাদের জমি চাষাবাদ করত। রাবার ড্যামের কাছ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও ভারত থেকে নেমে আসা পানির স্রোতে ২০১৭ সালে বিধস্ত হয় সোনাই নদীর চৌমুহনী এলাকায় নির্মিত রাবার ড্যামটি। এরপর থেকে শুকনো মৌসুমে এই এলাকার কৃষকরা জমি চাষাবাদ করতে পারছে না। এতে করে প্রায় ৮০০ হেক্টর কৃষি জমি চাষাবাদ করা সম্ভব হচেছ না। অতি দ্রুত রাবার ড্যামটি সংস্কার করার দাবি জানিয়েছেন কৃষকরা। রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটি সদস্য কৃষক রঞ্জিত জানান, এটা না থাকাতে আমাদের বিশাল ক্ষতি, কোন কৃষি হয় না। কৃষি করতে গেলে ৫০ থেকেহ ১০০ টাকা প্রতি শতকে পানি চাষ বাবদ দিতে হয়। রাবার ড্যামের পাহাড়াদারের স্ত্রী ফিরোজা বেগম জানান, যে ঘরটায় তারা থাকেন সেই ঘরটিও ভেঙে গেছে। তারা এখন থাকতে পারে না। সোনাই নদীর রাবার ড্যামও ভেঙে গেছে। প্রধানমন্ত্রীর কাছে তিনি দাবি করেন দ্রুত ব্যবস্থা নিবার জন্য। রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুজন মিয়া জানান, বর্তমানে রাবার ড্যামটি অনেক ক্ষয়-ক্ষতি হয়ে গেছে। রাবার ড্যামে ১২০০ সদস্য রয়েছে, তারা বর্তমানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। ১২০০ সদস্যের সঙ্গে অনেক খাদ্য জড়িত আছে। সবাই যাতে সহযোগীতা পায়, পানি ব্যবস্থাপনার সুযোগ সুবিধাটা যত তাড়াতাড়ি পাড়া যায় এটা মেরামত করে আমাদের সুযোগ সুবিধা করে দিবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আমরা চাই সোনাই নদী থেকে বালু উত্তোলন একেবারে বন্ধ হয়ে যাক। রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবুল মোবারক জানান, সোনাই নদী রাবার ড্যামটি ২০০২ সালে নির্মিত হওয়ার পর ২০১৭ সালে এই রাবার ড্যামটি বিধস্ত হয়। বিধস্ত হওয়ার একমাত্র কারণ বালু খেকুদের দ্বারা বালু উত্তোলনের ফলে পিছন দিক দূর্বল হওয়াতে রাবার ড্যামটি বিধস্ত হয়েছে। আমাদের যে অফিস ঘরটি ছিল সেটিও ভেঙে গেছে। অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, কৃষকদের কল্যাণে দ্রুত যেন রাবার ড্যামটি মেরামত করা হয়।