ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শরীয়তপুরে ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে সভা

শরীয়তপুরে ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে সভা

ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহনে সরকারের নিষেধাজ্ঞার বিষয়ে শরীয়তপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরে। জেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, চাঁদপুর নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান। এ ছাড়াও জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গেসাসাইরহাট উপজেলা নির্বাহী নির্বাহীরা, সহকারী কমিশনার ভূমি ও জেলা থেকে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জেলার জাজিরা উপজেলা থেকে গোসাইরহাট উপজেলা পর্যন্ত পদ্মা-মেঘনার ৮৮.৬ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম নিরাপদ রাখতে দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত