ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্রদলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

ছাত্রদলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর ভিডিও প্রকাশের পর; দলীয় পদ হারানোর তিন দিনের মাথায় এবার ওই ছাত্র নেতার নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে কাপাসিয়া থানায়। গতকাল বুধবার গাজীপুরের কাপাসিয়া থানায় ৩০ বছর বয়সী ওই নারী এ মামলা করেছেন বলে নিশ্চিত করেন থানার ওসি কামাল হোসেন।

অভিযুক্ত ইমরান হোসেন শিশির গাজীপুরের কাপাসিয়া সদরের সাফাইশ্রী আদালত পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। বাদী তারই প্রতিবেশী এক নারী। যাকে নিয়ে ভারতে ৯ দিন এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে একসঙ্গে আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ শিশিরের বিরুদ্ধে। এমনকি শিশিরের চাপে পাঁচবার গর্ভপাত করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন ওই নারী। বাদী এজাহারে উল্লেখ করেন, তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজে পড়াকালীন সময়ে শিশিরের সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে ২০১৯ সাল থেকে বাদীর বাড়িতে তার আসা-যাওয়া ছিল। এক পর্যায়ে বাদীকে প্রেমের প্রস্তাব দিলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ঢাকায় এবং গাজীপুরের বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে বাদীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করতো শিশির। প্রথমে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর কাপাসিয়ার রাওনাট বাজার সংলগ্ন শিশিরের বন্ধু মেহেদী হাসানের ফাঁকা বাড়িতে বাদীকে নিয়ে ধর্ষণ করা হয়।

এরপর বাদীকে উত্তরার ৬ নম্বর সেক্টরে একটি আবাসিক হোটেলে এবং শ্রীপুরের ফাওগান ইকো রিসোর্টে বহুবার নিয়ে বাদীকে ধর্ষণ করা হয়। বাদী অভিযোগ করেন, সরকার পতনের একদিন পর ৬ আগস্ট শিশিরকে আবারো বিয়ের কথা বললে সে সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বসে। এমনকি মুখ খুললে বাদীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় শিশির। পরবর্তীতে প্রতিকার পেতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির কাছে এসব বিষয়ে অভিযোগ করেন বাদী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত