চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তিগত বিরোধে ছেলে মো. রোমানের ধারালো ছুরিকাঘাতে বাবা আব্দুস সোবহান নিহত হয়েছেন।
গতকাল বুধবার উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রোমান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোমানের স্ত্রী মীম আক্তারকে থানায় নিয়ে যায় পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি রবিউল হক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ওসি রবিউল হক ও পুলিশের একটি দল। নিহত আব্দুস সোবহানের ছোট ছেলে জাহিদ হাসান জানান, আমার মেঝো ভাই প্রবাসফেরত রোমান ধারালো ছুরি দিয়ে বাবার পেটে, বুকে ও বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির জানান ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।