পাহাড় ঘিরে ফের অপহরণকারী চক্র সক্রিয়

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রীক অপহরণকারী চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। পাহাড়কেন্দ্রিক সন্ত্রাসীরা আরো দুই কৃষককে অপহরণ করা হয়েছে। একই সঙ্গে গত শনিবার রাতে অপহৃত যুবককে তিনদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কম্বনিয়াপাড়ার পাহাড় সংলগ্ন কৃষি জমিতে কৃষি কাজ করার সময় দুই কৃষককে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় বলে জানিয়েছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়ার নুরু ইসলামের ছেলে মো. আবছার (২৮) এবং পূর্ব মহেশখালিয়া পাড়ার ফকির মোহাম্মদের ছেলে নুরুল আলম (২৩)। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানিয়েছেন, কম্বনিয়া পাড়ার পাহাড় সংলগ্ন কৃষি জমিতে কৃষি কাজ করার সময় ২ কৃষককে অপহরণ করা হয়। পাহাড়ে অবস্থান নেয়া রোহিঙ্গা সন্ত্রাসীরা এ অপহরণে জড়িত। এখন পযন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এবং কোনো ধরনের মুক্তিপণ দাবিও করেনি। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান, স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে অবহিত হওয়ার পর পুলিশ উদ্ধারে কাজ করে যাচ্ছে। সহসাই ড্রোন ব্যবহার করে পাহাড় ঘিরে বড় পরিসর অভিযান পরিচালনা করা হবে জানান এই কর্মকর্তা। এদিকে গত শনিবার দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া থেকে অপহৃত বেলাল উদ্দিনকে ৩ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃতের স্বজনরা জানিয়েছেন, সন্ত্রাসী এখনো ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে যাচ্ছে। এত টাকা দেয়া সম্ভবও হচ্ছে না। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর থেকে অপহৃতকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। অপহৃত বেলাল উদ্দিন বাহারছড়া ইউনিয়নের শিলখালি এলাকার আলী আহমদের ছেলে। কক্সবাজার জেলা পুলিশ ও ভূক্তভোগীদের তথ্য বলছে, গত একবছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩২ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭৭ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৭ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।