ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অদম্য ইচ্ছায় ৫৭ বছরে এইচএসসি পাস

অদম্য ইচ্ছায় ৫৭ বছরে এইচএসসি পাস

‘ইচ্ছা শক্তি মানুষকে মহান করে গড়ে তোলে’ এই কথা ৫৭ বছর বয়সি আব্দুল হান্নানের দিকে তাকালেই বোঝা যায়। লোকের কথায় কান না দিয়ে নিজের ইচ্ছা শক্তির বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন। তার ভাষায়- ‘পড়ালেখার বয়স লাগে না। ইচ্ছা থাকলেই সব জয় করা সম্ভব’। ৫৭ বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে এলাকার ভালোবাসায় সিক্ত হচ্ছে আব্দুল হান্নান। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা। তার পাসের খবরে এলাকাজুড়ে হৈচৈ পড়েছে। গত মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, আব্দুল হান্নান কারিগরি বোর্ডের ধাইনগর এমটিএমকে আনক টিবিএম কলেজের শিক্ষার্থী হয়ে এইচএসসি পরীক্ষায় বসেছিলেন। ৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের নিম্নবিত্ত পরিবারের সন্তান আব্দুল হান্নান। তার বাবা তাকে পড়ালেখা করাতে পারেননি অর্থের অভাবে। শিক্ষার জ্ঞান বুকে ধারণ করে জীবন গড়ার ইচ্ছা থাকলেও, তা হয়ে ওঠেনি আর। খাতাণ্ডকলমের কাজ খুব পছন্দের হওয়ায় দলিল লেখার কাজ শুরু করেন তিনি। অভিজ্ঞতায় বেশ পারদর্শী হলেও, তার পথ আটকে দিতে চেয়েছিল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। এ সনদপত্রের অভাবে দলিল লেখকের পরিচয় দিতেও কোণঠাসা বোধ করতেন। তারপরই শুরু হয় পড়ালেখার সংগ্রাম। নিজ ইচ্ছা শক্তির বলে শিবগঞ্জের তেলকুপি জামিলা সরণি ভোকেশনাল স্কুলে ভর্তি হন। সেখান থেকেই টুকটুক করে পড়ালেখার গণ্ডি শুরু হয় ৫৭ বছর বসয়ি এই ব্যক্তির। ২০২১ সালে ওই স্কুল থেকে ৪ দশমিক ১১ পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ হন। তারপর আর পড়ালেখা বাদ দেননি। আব্দুল হান্নান বলেন, ‘পড়ালেখা করতে কোনো বয়সের প্রয়োজন পড়ে না। ইচ্ছা থাকলেই সব জয় করা যায়। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি। বিষয়টি আমার কাছে খুবই আনন্দের। আমার যেহেতু এখন লেখাপড়া করার অর্থ আছে, কেন করবো না। শিক্ষার আলাদা দাম আছে।’ নিরক্ষর না থেকে সবাইকে পড়ালেখা করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত