ঢাকা ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভোক্তার অভিযানে জরিমানা

ভোক্তার অভিযানে জরিমানা

সিরাজগঞ্জের পৃথক স্থানে যৌথ অভিযান চালিয়ে ভেজাল গুড়, মিশ্রি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুটি পোল্ট্রি ফার্মকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মাহমুদ হাসান রনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার প্রায় দিনভর সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা, রতনকান্দি বাজারসহ কাজিপুর উপজেলার গান্ধাইল এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এ অভিযান চলাকালে চিনি দিয়ে গুড় তৈরি ও ভেজাল মিশ্রি বিক্রির দায়ে সদর উপজেলার ছোনগাছা বাজারের ইমরান ট্রেডার্সকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে এবং রতকান্দি এলাকায় মূল্য তালিকা না থাকায় ও ভাউচার ছাড়া ডিম বিক্রির দায়ে পোল্ট্রি ফার্ম মালিক রফিকুল ইসলামকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। এদিকে কাজিপুর উপজেলার গান্ধাইল যমুনাপাড়া এলাকায় মূল্য তালিকা না থাকায় ও ভাউচার ছাড়া ডিম বিক্রির দায়ে রেখা পোল্ট্রি ফার্মকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত