ঢাকা ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বন্যানিয়ন্ত্রণ বাঁধে স্থাপনা নির্মাণের অভিযোগ

বন্যানিয়ন্ত্রণ বাঁধে স্থাপনা নির্মাণের অভিযোগ

এক প্রভাবশালী ব্যক্তি লক্ষ্মীপুর চররুহিতা মোল্লার হাট রোড নতুন বেড়িবাঁধের মাথা পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দখল করে মার্কেট নির্মাণ করার চেষ্টা করে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ৭টি দপ্তরে দখলবাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য রায়পুর পানি উন্নয়ন বোড, থানায় পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি, চররুহিতা ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোড লক্ষ্মীপুর অধিদপ্তরে পৃথক পৃথক অভিযোগ করা হয়েছে। নোটিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর চররুহিতা ইউনিয়নের মোল্লার হাট রোড নতুন বেড়ির মাথা এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোড এর রায়পুর শাখার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে বিনা অনানুমতিতে অবৈধভাবে বহুতল দোকান ঘর নির্মাণ করা হয়। ৭ দিনের ভিতরে নির্মাণকৃত ভবন নিজ খরচে উচ্ছেদ নির্দেশ করেন রায়পুর উপ-সহকারী প্রকৌশলী মানজুর এলাহী। বাঁধ নির্মাণের জন্য ওই সময় জমি অধিগ্রহণ করা হয়। বাঁধ নির্মাণের পরও পাশে বেশ কিছু জমি থেকে যায়। এই জমি সম্প্রতি দখল করে বাঁধঘেঁষে স্থানীয় এক প্রভাবশালী ফাউন্ডেশন করে দালানের মার্কেট তৈরির কাজ শুরু করেন। মার্কেট নির্মাণের বিষয়টি জানতে পেরে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মানজুর এলাহী গত ৬ অক্টোবর ৭ দিনের মধ্যে অবৈধ ওই স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ওই ব্যক্তিকে নোটিশ করেন। কিন্তু মার্কেটটি সরিয়ে না নিযে বাকি অংশের কাজও করে ফেলেছেন। সরেজমিনে দেখা যায়, ওই অভিযোগের পরও এখনো মার্কেট নির্মাণ অব্যাহত রয়েছে। মার্কেটের প্রায় ৫০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি অংশ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে। তবে মার্কেটের জায়গাটি স্থানীয় জমি মালিকদের কাছ থেকে লিজ নেয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত। যদিও এর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জ জামান খান বলেন, নোটিশ অমান্য করে নির্মাণ কাজ করলে আইগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত