এক গর্তে ২১টি গোখরো সাপ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের পল্লির একটি ঘরের মেঝের মধ্যে থাকা গর্ত খুঁড়তেই বেরিয়ে এলো ২১টি বিষধর গোখরা সাপ। চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলায় পুরোনো বসতঘর থেকে একে একে বেরিয়ে এলো ২১টি গোখরা সাপের বাচ্চা। এ সাপগুলোর সন্ধান মিলেছে গত বুধবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আনোয়াপুর গ্রামের বেপারি বাড়ির মো. জুলফিকার আলি বেপারির বসতঘরে। পরে সাপের বাচ্চাগুলো পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা। তবে বড় সাপগুলোকে ধরতে না পারায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়ির মালিক জুলফিকার আলি জানান, গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমার বসতঘরের মধ্যে এবং ঘরের আশপাশে বড় বড় সাপের ছোলম পড়ে আছে। গত মঙ্গলবার বিকালে ঘরের বাইরে বের হতেই দেখি বিশাল বড় একটি সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। তখন আমি সাপ বলে চিৎকার দিলে সাপটি পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এসে আমার ঘরে একটি গর্ত দেখে শাবল দিয়ে খুঁড়তে থাকে। এরপর গর্ত থেকে একে একে বের হতে থাকে গোখরা সাপের বাচ্চা। সন্ধ্যা পর্যন্ত ঘরের গর্ত খুঁড়ে প্রায় ২১টি বিষধর গোখরা সাপ পাওয়া যায়। পরে লোকজন সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলে। বেপারি বাড়ির আল জাহিদ হাসান তানভীর বলেন, আমাদের লাকড়ি রাখার ঘরে বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। এভাবে একে একে প্রায় ২১টি গোখরা সাপের বাচ্চা বাড়ির লোকজন মেরে ফেলে। স্থানীয় সিপন বেপারি বলেন, খবর পেয়ে মো. জুলফিকার আলির বাড়িতে গিয়ে দেখি খুব ভয়ঙ্কর অবস্থা। জুলফিকার আলির পুরোনো ঘরের মেঝে থেকে একে একে বের হচ্ছে সব সাপের বাচ্চা। এগুলো গোখরা সাপের বাচ্চা। যা খুবই বিষধর।