৮ দফা বাস্তবায়ন করতে হবে

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার বলেছেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশ গুপ্তের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এ মামলা প্রত্যাহার না করলে সারাদেশের সনাতনীরা কঠোর আন্দোলনে মাঠে নামবে।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশি, বাংলাদেশে আমাদের জন্ম, আমাদের সমঅধিকার রয়েছে, এ অধিকার নিয়েই বাঁচতে চাই। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার হিন্দুদের বাড়ি-ঘর ও দোকান-পাটে হামলা হয়েছে। এ হামলা বন্ধ করতে হবে। এ ঘটনার সাথে জড়িত দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ ছাড়া দুর্গোৎসবে বিজয়ার সম্মিলনীর সবাইকে শুভেচ্ছা জানান। গতকাল শুক্রবার চাঁদপুর অযাচক আশ্রমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। চাঁদপুর পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. ভাস্কর দাস ও জেলা যুব ঐক্য পরিষদে আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি জয়রাম রায়, সাংগঠনিক সম্পাদক সুশীল সাহা, দপ্তর সম্পাদক গৌতম পোদ্দার, চাঁদপুর সদর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, মতলব উত্তর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাধে শ্যাম সাহা চান্দু বাবু, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি ডা. পরেশ পাল প্রমুখ।