হাবিপ্রবির দুই সেকশন অফিসারের পদত্যাগ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে বিতর্কিত দুই ছাত্রলীগ নেতা সেকশন অফিসারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত বৃহস্পতিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সেকশন অফিসার ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম সজল ও ইলিয়াস দেওয়ান নিজ কার্যালয়ে এসেছেন খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। তারা অভিযোগ করেন যে, ৯ম ও ১০ম গ্রেডে সম্প্রতি ১৬ জনকে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ৬ জন ছাত্রলীগের বিতর্কিত নেতা রয়েছেন। শিক্ষার্থীরা জানান-শুরু থেকে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়ম. দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেসবের তোয়াক্কা করেননি। নিয়োগ প্রাপ্ত ছাত্রলীগের ৬ জন শীর্ষ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি হলের সিট দখলসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল বরাবরই। বিতর্কিত দুই ছাত্রলীগ নেতা সেকশন অফিসার সজল ও ইলিয়াসকে তাদের অফিস রুম থেকে বের করে শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সেকশন অফিসার রেজিস্ট্রের বরাবরে ইস্তফা পত্রে সাক্ষর করে তা শিক্ষার্থীদের কাছে জমা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।