ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় চার জেলে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার জংলারখাল সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এই সময় একটি ট্রলারসহ ৫ হাজার মিটার জাল, আনুমানিক ৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটক জেলেরা হলেন- উপজেলার ২নং হাজীর হাট ইউনিয়নের গ্রামের বাসিন্দা ইসমাইল মাঝি, মো. হাসান, জসিম মাঝি ও মো. রাসেল। উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার পাঠান আটকদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দ ৩ কেজি ইলিশ মাছ এতিমখানা এবং হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়। জব্দ ৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।