ফেনীর সোনাগাজী উপজেলার উপকূলীয় অঞ্চল চরখোন্দকারের জেলেপাড়া এলাকায় আলোর দিশা নিয়ে গড়ে উঠেছে আফছার উদ্দিন মডেল প্রাথমিক বিদ্যালয়। ২০১৩ সালে এ বিদ্যালয়ের পথচলা শুরু হয়। জেলেদের ছেলেমেয়েদের পড়াশোনার কথা বিবেচনা করে মরহুম আফছার উদ্দিন এর নামানুসারে তার স্মৃতি ধরে রাখার জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় অনুভব করেন তার পরিবারের সদস্যরা। উদ্দিনের বংশধরারা নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছেন। সরেজমিন দেখা গেছে স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে টিফিন প্রদান করা হচ্ছে। এতে কচিকাঁচা শিশুদের মাঝে একদিকে আনন্দ অনুভব করছে অন্যদিকে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হচ্ছে। অভিভাবকরা বলেন, আমরা গরীর অসহায় মানুষ, নদীতে নৌকা চালিয়ে মাছ ধরে অতি কষ্টে সংসার চালাতে হয়। এই স্কুলটি এখানে না হলে দূর দূরান্তে গিয়ে সন্তানদেরকে পড়াশোনা করানো যেতোনা। যারা স্কুল তৈরি করে দিয়েছেন তাদের প্রতি আমরা জেলে পাড়ার মানুষ কৃতজ্ঞ। প্রাক প্রাথমিক শিক্ষা থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলে ছয়জন শিক্ষক কর্মরত আছেন। চরখোন্দকারের নদীর কূলঘেঁষে গড়ে ওঠা স্কুল প্রতিনিয়ত শিক্ষার আলো ছড়াচ্ছে। সোনাগাজীর অবকাঠামো উন্নয়নের রূপকার ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদসহ তার পরিবারের সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় স্কুল হাঁটি হাঁটি পা পা করে এতদূর এগিয়ে এসেছে।