যশোরে জামায়াতের রুকন সম্মেলন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষনহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাঙ্খা জন্মেছে। তাই ইসলামী সৎ যোগ্য দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। ৫ আগস্টের পর বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই সাড়ে সাতশ পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলাম গ্রহণ করেছে। আন্দোলনে আহত-নিহত ও বন্যার্তদের পাশে দাঁড়ানোর কারণে আজ জাতি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে স্বপ্ন দেখতে শুরু করেছে। গতকাল শনিবার যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম ব্যতিত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। প্রতিনিয়ত কুরআন হাদীস ও ইসলামী সাহিত্য হক আদায় করে পড়তে হবে। রুকনদের দানের হাতকে প্রসারিত করতে হবে। এছাড়া সকল মানুষের কল্যাণে আপনাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবনমান উন্নয়নসহ প্রতিবেশী ও সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এবং যশোর শহর সাংগঠনিক জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান, টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল ড. আলমগীর বিশ্বাস, বাংলাদেশ জামায়াত ইসলামীর নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু, মাগুরা জেলা আমীর অধ্যাপক এম এ বাকের, যশোর জেলা পশ্চিম আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।