ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

ইলিশ ধরায় চার জেলের জরিমানা

ইলিশ ধরায় চার জেলের জরিমানা

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ৪ জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর অংশে গত শনিবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার দায়ে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৫’শ টাকা করে জরিমানা করা হয়। সেইসঙ্গে অবৈধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, জব্দ ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত