প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না দুর্নীতিকে একটি সোশ্যাল ডিজিজ আখ্যায়িত করে বলেছেন, বর্তমান সরকারের প্রথম এজেন্ডা হলো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। অনেক দুর্নীতিবাজ দুর্নীতি কমিশন থেকে সার্টিফিকেট নিয়ে আসে, তারা দুর্নীতি করেনি মর্মে। সার্টিফিকেট নেয়ারা এখন পালিয়ে আছে এবং দেশে থাকতে পারছেন না। দুর্নীতি সরাতে আমলাদের সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। গত শনিবার জেলা প্রশাসক কার্যালয় হলরুমে মৌলভীবাজার জেলার সকল কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আরো বলেন, জেলা পর্যায়ে যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অফিস প্রধান ব্যবস্থা নিতে হবে। যদি তিনি না নেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই সরকার খুবই দ্রুত সিদ্ধান্ত নেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন যারা আহত হয়েছেন দ্রুত তাদের তালিকা দিয়ে চিকিৎসা ব্যবস্থার কাজ তরান্বিত করতে নির্দেশনা দেন। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, সিলেটের অতিরিক্ত কমিশনার কেএম আলী আজমসহ অন্যন্যরা। অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।