ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কওমি মাদ্রাসার অবদান নিয়ে সেমিনার

কওমি মাদ্রাসার অবদান নিয়ে সেমিনার

মুন্সীগঞ্জ ও ঢাকা দক্ষিণ কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড দারুত তাকওয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষক সেমিনার ও বার্ষিক ওয়াজ

মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শ্রীনগর উপজেলার বেজগাঁও দারুত তাকওয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদের সভাপতিত্বে এ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ ও আলোচনা করেন, মুহতামিম ও শাইখুল হাদিস মিরপুর ঢাকা মুফতি দিলাওয়ার হোসাইন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইয়াছিন মুন্সি, গেন্ডারিয়া বাইতুল উলুম মাদ্রাসা ঢালকানগরের মুহতামিম মুফতি জাফর আহমাদ।

সেমিনার শেষে মুন্সীগঞ্জ ও ঢাকা দক্ষিণ কওমী মাদ্রাসার ছাত্রদের মাঝে কওমী মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান রাখায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত