ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলার আরকান্দি, ছোন্দাহ এবং বন্দর এলাকার মানুষের উদ্যোগে এবং মো. হাসানের সার্বিক সহযোগিতায় গত শনিবার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল হাসান টিপুর সভাপতিত্বে চন্দনা, বারাসিয়া নদীতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে ফরিদপুর জেলা থেকে আগত বেশ কয়েকটি দল অংশ নেয়। উপজেলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচে অংশ নেয়া নৌকাগুলো ছিল উৎসবমুখর। প্রতিযোগিতায় জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা তাদের নিজস্ব দল নিয়ে অংশগ্রহণ করে, যা জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির প্রমুখ। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি নৌকা দীর্ঘাকৃতির ছিল এবং নৌকাগুলো বিভিন্ন রং ও ডিজাইনে সাজানো ছিলো। প্রতিযোগিতা চলাকালীন নদীর দু’পাড়ে প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়, যারা দলগুলোর উৎসাহ-উদ্দীপনা এবং প্রতিযোগিতার উত্তেজনা উপভোগ করে। এ বছরও উৎসবমুখর পরিবেশে দর্শনার্থীরা নৌকাবাইচ উপভোগ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত