গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালতে তিনজন ব্যবসায়ীর বিরুদ্ধে তিনটি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। গত শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ।জানা যায়, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মেসার্স মামুন ষ্টোরের মালিক মামুন মিয়া, মেসার্স কামাল মোরগ ভান্ডারের মালিক কামাল হোসেন ও চাঁন মোহন ষ্টোরের মালিক গৌতম বণিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনের তিনটি মামলায় প্রত্যেককে দুই হাজার টাকা করে আদায় করা হয়।