মামলা প্রত্যাহার দাবি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে সংবাদিক মোহাম্মদ আলীর নামে মামলা হওয়ায় মামলাটি ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদিকের ছেলে জয়নাল আবেদীন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিক মোহাম্মদ আলীর ছেলে লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা সদর থানার ভোমরা আগরদাড়ী গ্রামের মৃত আসগার আহম্মেদের ছেলে বিএনপি নেতা খলিল আহম্মেদ ২০১৪ সালে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়। এ ঘটনায় চলতি চলতি বছরের ১৭ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় ৩৫ নং একটি মামলা করা হয়। ওই মামলায় আমার বাবা যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দনের সাংবাদিক জিএম মোহাম্মদ আলীকে আসামি করা হয়। মামলাটি মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। মামলাটি তদন্ত করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলীর ছেলে জয়নাল আবেদীন।