জেলা প্রশাসনের কাছে জমি বন্দোবস্তের দাবি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজার সেতুর কাছে সড়ক নির্মাণ করার সময় মমিন আলী চকিদার নামে এক দৃষ্টি প্রতিবন্ধীর দোকান উচ্ছেদ করা হয়েছে। ওই দৃষ্টি প্রতিবন্ধী উচ্ছেদকৃত দোকানের জমিটি স্থানীয় প্রশাসনের কাছ থেকে বন্দোবস্ত গ্রহণ করেছিলেন। উর্পাজনের একমাত্র সম্বল দোকানটি হারিয়ে পথে বসার উপক্রম হয় প্রতিবন্ধি মমিন আলী চকিদারের। উদ্ভুত পরিস্থিতিতে মমিন আলী চকিদার সেতুর পাশেই সেরাজাবাদ স্থানে অস্থায়ীভাবে একটি দোকান নির্মাণ করে জীবিকা নির্বাহ করে আসছিল।
বতর্মানে মমিন আলী যে স্থানে অস্থায়ী দোকান নির্মাণ করেন সেই জমিটি প্রতিস্থাপন সাপেক্ষে বন্দোবস্তের দাবি জানান। এই সংক্রান্তে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি আবেদনও করেছেন ভূমিহীন মমিন আলী। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী মমিন আলী জানায়, গত ২০০৭ সালে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজারের কাছে প্রায় আধা শতাংশ জমি বন্দোবস্ত পান তৎকালিন জেলা প্রশাসকের কাছে থেকে ভূমিহীন মমিন আলী। বন্দোবস্তের স্থানে একটি দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। কিন্তু গত ২০২১ সালে পুরাবাজার সেতু হয়ে সড়ক নির্মাণ করতে গিয়ে দোকনঘরটি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ উচ্ছেদ করেন। এতে ভূমিহীন মমিন আলীর রুটি রুজি বন্ধ হয়ে গেলে পথে বসার মতো পরিস্থিতি হয়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় সেতুর কাছে সেরাজাবাদ স্থানে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল। জেলা প্রশাসনের কাছে দৃষ্টি প্রতিবন্ধী মমিন আলীর দাবি বর্তমানে সেরাজাবাদ স্থানে নির্মিত দোকানের জমিটি প্রতিস্থাপন সাপেক্ষে বন্দোবস্ত প্রদান করলে পরিবারটি বেঁচে থাকার অবলম্বন হত। মমিন আলী বলেন, আমার কোনো জমি নাই। আমি চোখে দেখি না বলে তৎকালীন জেলা প্রশাসক আমাকে পুরাবাজারের পাশে একটি জমি বন্দোবস্ত দেন। বন্দোবস্তকৃত স্থানে দোকান নির্মাণ করে সংসার চালিয়ে আসছিলাম। ওই দোকানটিও উচ্ছেদ করা হয়। এখন আমি নতুন স্থানে নির্মিত দোকানঘরের জমিটি বন্দোবস্ত প্রদান করলে জেলা প্রশাসকের কাছে কৃতজ্ঞ থাকব।
টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু বলেন, মমিন আলী চকিদারের দোকানটি উচ্ছেদ করার বিষয়টি আমি অবগত না। ভূক্তভোগী মমিন আলী চকিদারের জমি বন্দোবস্ত দেয়ার সকল কাগজপত্র নিয়ে আমার সাথে যোগাযোগ করা হলে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।