ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গত রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ্ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা বেসরকারি ক্লিনিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আকতার, হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি শাহ আলম, বড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মিহির সাহা, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি ওলি উল্লাহ, কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, জেলা গ্যাস ডিস্ট্রিবিউশন সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

বক্তারা বলেন, সারাদেশে বন্যার প্রাদুর্ভাবে কৃষি পণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে ফলে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে সবজির দাম বেড়েছে।

এছাড়া রাখি পণ্যের চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সুযোগ পাচ্ছে। একইসঙ্গে এলপিজি গ্যাস সরবারহের সিন্ডিকেটমুক্ত করলে সরকারি নির্ধারণী দামে বিক্রি সম্ভব হবে। ব্যবসায়ীরা জানান, সুলতানপুর বড় বাজার থেকে বছরে প্রায় ৫৫ লাখ টাকা ইজারা দেয়া হলেও বাজারের অবকাঠামো উন্নয়নে কোনো কাজ করা হয় না। এ সময় জেলা প্রশাসক বাজারের অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন। সভায় জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তারা উপস্থিত ছিলেন।