দিনাজপুরের বীরগঞ্জ বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল সোমবার বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি নির্ধারিত দামে ডিম বিক্রির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বেইস মিতালী প্রশিক্ষণের প্রিন্সিপাল জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিম বিক্রির উদ্বোধন করেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওসমান গণি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বেইস মিতালীর শিক্ষা প্রকল্পের ব্যবস্থাপক গৌরাঙ্গ চক্রবর্ত্তী, হিসাবরক্ষক আবজারুল রহমান প্রমুখ। প্রতিটি ডিম ১১ টাকা ৭৫ পয়সা হিসেবে বিক্রি করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গণির সভাপতিত্বে প্রাণিসম্পদজাত নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় মাত্রায় রাখতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম। মতবিনিময় শেষে সাতোর ইউনিয়নের ছোট বটতলী মহাসড়কের রাস্তার পাশে গাছ লাগানো ও ভোগনর ইউনিয়নে বিনামূল্যে ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা দেয়া হয়। এ সময় বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।